আগামি ৭ জানুয়ারি রবিবার স্থানীয় বার্কমার হাই স্কুল প্রাঙ্গনে জর্জিয়া সোস্যাল এন্ড কালচারাল অর্গানাইজেশন উদ্যোগে অনুষ্ঠিত হবে শীতকালীন পিঠা উৎসব । উক্ত পিঠা উৎসবে থাকবে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে পারফামেন্স করবেন এ প্রজন্মের উদিয়মান শিল্পী ক্লোজ আপ ওয়ান সেরা কন্ঠ শেফালী সারগম , পাপ্পু আহমেদ এবং স্থানীয় শিল্পীবৃন্দ।
অনুষ্ঠান সহযোগীতায় মোহন জাব্বার , উত্তম দে । এছাড়াও থাকবেন ভাস্কর চন্দ, নেহাল মাহমুদ, শেখ জামাল, সৈয়দ মুরাদ, শহিদুল ইসলাম ঠান্ডু, আবু নাসের মিলন, নুরুল তালুকদার নাহিদ, মিনহাজুল ইসলাম বাদল, আবুল হাসেম, ইলিয়াস হাসান, কায়েদুজ্জামান, রাশেদ চৌধুরী, সাগর চক্রবর্তী, সৈয়দ কামরান, রতন দাস, আবুল হাসান, হাসান খাঁনসহ আরো অনেকে।
অনুষ্ঠানে রকমারি পিঠা-পুলি ছাড়াও থাকবে বিভিন্ন ধরণের মুখরোচক বাঙালি খাবারের ষ্টল, শাড়ি-লুঙি, পাজামা-পাঞ্জাবি, ষ্টেশনারি দোকানের ষ্টল। ভেন্যুর সময়সূচি বেলা ৪টা থেকে মধ্যরাত পর্যন্ত। অনুষ্ঠান সবার জন্য উন্মমুক্ত কোন প্রবেশ মূল্য নাই ।
শিল্পীর একটি ভিডিও ক্লিপ দেখতে নিন্মের লিঙ্কে চাপ দিনঃ
শনিবারের চিঠি / আটলান্টা / ০২ জানুয়ারি , ২০১৮
বাংলাদেশ সময়: ৯:২০ অপরাহ্ণ | মঙ্গলবার, ০২ জানুয়ারি ২০১৮
https://thesaturdaynews.com | Sikder Rahman
Development by: webnewsdesign.com