শনিবার রিপোর্টঃ ৬ নভেম্বর রবিবার শেষ হচ্ছে ডে লাইট সেভিং টাইম শুরু হচ্ছে স্টান্ডার্ড টাইম। শনিবার দিবাগত রাত ২টায় ঘড়ির কাঁটা এক ঘন্টা পিছিয়ে রাত ১টা বাজাতে হবে। রবিবার থেকে শুরু হওয়া স্টান্ডার্ড টাইম অব্যাহত থাকবে মার্চ ১২ , ২০১৭ রবিবার পর্যন্ত। নতুন এ সময়সূচি অনুযায়ী আটলান্টায় যখন বেলা ১২টা ঢাকায় তখন হবে রাত ১০টা। অর্থাৎ বাংলাদেশ সময় রবিবার বেলা ১টায় ঘড়ির কাঁটা মিলিয়ে নিতে হবে। এ সময় ঢাকায় বেলা ১টা এবং আটলান্টায় হবে ভোর রাত ২টা। দিনের আলোকে কাজে লাগাতে বছরে দুবার ঘড়ির কাঁটা এভাবে আগপাছ করা হয়।
শনিবারের চিঠি/ আটলান্টা / নভেম্বর ০৩, ২০১৬
বাংলাদেশ সময়: ৬:২৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৩ নভেম্বর ২০১৬
https://thesaturdaynews.com | Sikder Rahman
Development by: webnewsdesign.com