ইউক্রেনের সশস্ত্র বাহিনী জানিয়েছে, চলমান যুদ্ধে তাদের প্রতিরোধে এখন পর্যন্ত রাশিয়ার ৫৮৪০ জন সেনা নিহত হয়েছে। খবর বিবিসির।
বিবিসি ইউক্রেনের এ দাবি যাচাই করতে না পারলেও যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রীর বিশ্বাস, ইউক্রেনে আগ্রাসন চালানোর সময় রাশিয়ার বাহিনীগুলো ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে।
ইউক্রেন জানিয়েছে, তাদের প্রতিরোধে এ পর্যন্ত রাশিয়ার ৫৮৪০ জন সেনা নিহত হয়েছে। এর পাশাপাশি আগ্রাসি বাহিনীর ৩০টি বিমান, ৩১টি হেলিকপ্টার, ২১১টিরও বেশি ট্যাঙ্ক, ৮৬২টি সাঁজোয়া যান (এপিভি), ৮৫টি আর্টিলারি সিস্টেম, ৯টি বিমান বিধ্বংসী সিস্টেম, ৬০টি জ্বালানি ট্যাংক লরি, ৩৫৫টি গাড়ি ধ্বংস ও ৪০টি এমএলআরএস রকেট লঞ্চার ধ্বংস করেছে তারা।
জাতিসংঘ জানিয়েছে, রাশিয়ার আগ্রাসন শুরু হওয়ার পর থেকে ইউক্রেনে এ পর্যন্ত ১৩ শিশুসহ অন্তত ১৩৬ জন নিহত ও ৪০০ জন আহত হয়েছে।
বাংলাদেশ সময়: ৭:১৯ পূর্বাহ্ণ | বুধবার, ০২ মার্চ ২০২২
https://thesaturdaynews.com | Sikder Rahman
Development by: webnewsdesign.com