আগামি ৩০ নভেম্বর জর্জিয়ার সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন ‘বাংলাধারা’ স্থানীয় প্রবাসী গুণীজনদের সম্মানা অনুষ্ঠানের আয়োজন করেছে ।
স্থানীয় বার্কমার হাই স্কুল প্রাঙ্গণে এ সন্ধ্যে ৭টায় এ অনুষ্ঠানে আরো থাকবে স্থানীয় শিল্পীদের অংশ গ্রহণে সঙ্গীতানুষ্ঠান , বাংলা ভাষা ও কৃষ্টির আলোচনা । বিশেষ আকর্ষণ থাকবে স্থানীয় নাট্যকর শামিমুল ইসলামের রচনা ও নির্দেশনায় গীতি আলেখ্য ‘ নকশী কাঁথার গল্পগাঁথা । অনুষ্ঠানের পক্ষ থেকে জর্জিয়া প্রবাসী সকল বাংলাদেশিদের আমন্ত্রণ জানানো হয়েছে । প্রেস বিজ্ঞপ্তী
শনিবারের চিঠি / আটলান্টা/ ২০ নভেম্বর , ২০১৯
বাংলাদেশ সময়: ৭:৪৪ অপরাহ্ণ | বুধবার, ২০ নভেম্বর ২০১৯
https://thesaturdaynews.com | Sikder Rahman
Development by: webnewsdesign.com