ঢাকাঃ আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠেয় একাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সব ধরনের যানবাহন চলাচলে বিধিনিষেধ জারি করা হয়েছে। রবিবার এক প্রজ্ঞাপনে এ বিধিনিষেধ জারি করে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়।
প্রজ্ঞাপনে জানানো হয়, আগামী ২৯ ডিসেম্বর (শনিবার) দিনগত রাত ১২টা থেকে ৩০ ডিসেম্বর (রবিবার) মধ্য রাত পর্যন্ত সড়কপথে সব ধরনের যা্নবাহন চলাচল বন্ধ ঘোষণা করেছে সড়ক পরিবহন মন্ত্রণালয়।
এর আগে, ২৮ ডিসেম্বর (শুক্রবার) দিবাগত রাত ১২টা থেকে ১ জানুয়ারি (মঙ্গলবার) মধ্য রাত পর্যন্ত মোটরসাইকেলের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। সংবাদ সংগ্রহে সংবাদ কর্মী ও এ্যাম্বুলেন্স এই বিধিনিষেধের আওতায় পড়বে না।
শনিবারের চিঠি / আটলান্টা/ ২৬ ডিসেম্বর , ২০১৮
বাংলাদেশ সময়: ৭:৫১ পূর্বাহ্ণ | বুধবার, ২৬ ডিসেম্বর ২০১৮
https://thesaturdaynews.com | Sikder Rahman
Development by: webnewsdesign.com