শনিবার বিনোদনঃ আগামি ৩০ জুন রবিবার জর্জিয়া বাংলাদেশ সমিতির উদ্যোগে অনুষ্ঠিত হবে বিনোদন মূলক অনুষ্ঠান ‘ বাংলাদেশ মেলা’ । অনুষ্ঠানে পারফামেন্স করতে বাংলাদেশ থেকে আসছেন এ প্রজন্মের খ্যতিমান চলচ্চিত্র অভিনেতা নায়ক ওমর সানি ও তার স্ত্রী অভিনেত্রী আরিফা পারভিন জামান মৌসুমী । যিনি মৌসুমী নামে অধিক পরিচিত । বাড়তি আকর্ষণ হিসেবে থাকছেন চ্যানেল আই পুরস্কার প্রাপ্ত প্রবাসী জনপ্রিয় শিল্পী লাবনী । স্থানীয়দের মধ্যে থাকবেন, তাসলিমা সুলতানা পলি, হোসনে আরা বিন্দু, সৈকত প্রধান, রোমেল খানসহ আরো অনেকে ।
স্থানীয় জনপ্রিয় ভ্যেনু বার্কমার হাই স্কুল মিলনায়তনে জর্জিয়া বাংলাদেশ সমিতির আয়োজিত এ বিনোদন মূলক অনুষ্ঠান শুরু হবে বিকেল পাঁচটায় বলে শনিবারের চিঠিকে জানিয়েছেন সমিতির সভাপতি মোস্তফা মাহমুদ । সবার জন্য উন্মুক্ত প্রবেশ মূল্যহীন এ অনুষ্ঠানে জর্জিয়া প্রবাসী সকল বাংলাদেশিকে অনুষ্ঠান উপভোগ করার আহ্ববান জানিয়েছেন তিনি ।
সাংস্কৃতিক অনুষ্ঠান ছাড়াও থাকবে বাংলাদেশি নানান খাবারের ষ্টল। শাড়ি-চুড়ি , লুঙি ফতুয়ার ষ্টল।
দর্শক শ্রোতাদের অংশ গ্রহনে অনুষ্ঠিত হবে র্যাফেল ড্র বলে জানালেন সংগঠনের সাধারণ সম্পাদক এ এইচ রাসেল । র্যাফেলে থাকবে টিভি, ক্যামেরা ল্যাপটপসহ আকর্ষণীয় অনেক পুরস্কার ।
শনিবারের চিঠি / আটলান্টা / ২৪ জুন , ২০১৯
বাংলাদেশ সময়: ৬:২২ অপরাহ্ণ | সোমবার, ২৪ জুন ২০১৯
https://thesaturdaynews.com | Sikder Rahman
Development by: webnewsdesign.com