শনিবার রিপোর্টঃ জর্জিয়া স্টেট যুব লীগের এক প্রেস বিজ্ঞপ্তীতে জানানো হয়েছে পবিত্র রমজান উপলক্ষ্যে আগামি ২২ রমাজান ২৭ জুন সোমবার স্থানীয় ইন্ডিয়ান গ্রীল রেষ্টুরেন্টে এক ইফতার পার্টি এবং দোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে জর্জিয়া প্রবাসী আওয়ামী পরিবার এবং ধর্মপ্রাণ সকল রোজাদারদের উপস্থিত থাকতে বিশেষ অনুরোধ করা হয়েছে।
এ উপলক্ষে গত ৭ জুন জর্জিয়া স্টেট যুব লীগের সভাপতি নূরুল ইসলাম তালুকদার নাহিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইলিয়াস হাসান রানার উপস্থপনায় স্থানীয় এক রেস্তোরায় আলোচনা সভা অনুষ্ঠিত হয় । সভায় সিদ্ধান্ত হয় যে, ইফতারের এবং মাগরিবের নামাযের পর পরই উপস্থিত মুসল্লিদের নৈশ ভোজেরও ব্যবস্থা করা হবে।
শনিবারের চিঠি/আটলান্টা/ মে ১২, ২০১৬
বাংলাদেশ সময়: ১০:৫৯ পূর্বাহ্ণ | রবিবার, ১২ জুন ২০১৬
https://thesaturdaynews.com | Sikder Rahman
Development by: webnewsdesign.com