শনিবার রিপোর্টঃ আমেরিকার ইতিহাসে সবচেয়ে বড় অঙ্কের লটারী পাওয়ার বল খেলায় তিনটি রাজ্য থেকে তিনটি বিজয়ী নাম্বার বিজয়ী হয়েছে বলে আজ সকালে লটারী কর্তৃপক্ষ থেকে বলা হয়েছে।
যে সব রাজ্যে এসব বিজয়ী টিকিট বিক্রয় হয়েছে রাজ্যগুলো হলো, টেনেসি, ক্যালিফোর্নিয়া এবং ফ্লোরিডা । মোট অঙ্কের পরিমান $ 1.6 বিলিয়ন মার্কিন ডলার। তিন বিজয়ী টিকেট প্রতিটি $ ৫২৮,৮ মিলিয়ন ডলার পাবে। বিজয়ীদের নাম পরিচয় এখনো জানা যায় নি বা কেহ এখনো লটারী অফিসে বিজয়ী টিকেট জমা দেয় নি। লস অ্যাঞ্জেলেসের ইস্ট চিনো হিলসের সেভেন ইলেভেন ফিলিং স্টেশনে একটি টিকিট বিক্রয় হয়েছে।
অন্যান্য দু’টি টিকিট বিক্রয় হয়েছে টেনেসি এবং ফ্লোরিডায়, কিন্তু শহরের নাম এখনও প্রকাশ করা হয়নি।
জর্জিয়া, নিউ ইয়র্ক, ডিস্ট্রিক্ট অফ কলম্বিয়া, মার্কিন ভার্জিন দ্বীপপুঞ্জ এবং পুয়ের্তো রিকোসহ ৪৪টি রাজ্যে একই সঙ্গে এই লটারী অনুষ্ঠিত হয় ।
শনিবারের চিঠি/ আটলান্টা/ ১৪ জানুয়ারি ২০১৬
বাংলাদেশ সময়: ৮:৩৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৪ জানুয়ারি ২০১৬
https://thesaturdaynews.com | Sikder Rahman
Development by: webnewsdesign.com