শনিবার রিপোর্টঃ আটলাটাস্থ সেবা বাংলা লাইব্রেরীর এক প্রেস বিজ্ঞপ্তী জানানো হয়েছে আগামি ১০ জুলাই লাইব্রেরীর মাসিক আড্ডায় পাঠ ও আলোচনা করা হবে খ্যাতিমান কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের ছোট্টগল্প ‘আনন্দ বেদনার কাব্য’।
লাইব্রেরীর নিজস্ব কক্ষে আড্ডা বসবে বিকেল সংগঠনের পক্ষ থেকে প্রবাসের প্রতিটি সাহিত্য প্রেমীদের আড্ডায় উপস্থিত থাকতে বিশেষ অনুরোধ জানানো হয়েছে।
শনিবারের চিঠি/আটলান্টা/ জুন ২৭, ২০১৬
বাংলাদেশ সময়: ১০:০৯ পূর্বাহ্ণ | সোমবার, ২৭ জুন ২০১৬
https://thesaturdaynews.com | Sikder Rahman
Development by: webnewsdesign.com