২০১৬ সালের স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী এবং রবীন্দ্রসঙ্গীত গবেষক রেজওয়ানা চৌধুরী বন্যা। সংস্কৃতি ক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য তাকে এ সন্মানে ভূষিত করা হচ্ছে। আগামি ২৪ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওসমানী স্মৃতি মিলনায়তনে তার হাতে পুরস্কার তুলে দেবেন। তিনি ছাড়াও জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ১৪ জন বিশিষ্ট ব্যক্তি ও এক প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার।
রেজওয়ানা চৌধুরী বন্যা বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংগীত বিভাগের অধ্যাপক ও নৃত্যকলা বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। এছাড়া রবীন্দ্রসংগীত শিক্ষাপ্রতিষ্ঠান সুরের ধারার অধ্যক্ষ। রবীন্দ্রশিক্ষাকে সারা দেশে ছড়িয়ে দিতে ১৯৯২ সালে প্রতিষ্ঠা করেছেন ‘সুরের ধারা’ সঙ্গীত শিক্ষাপ্রতিষ্ঠান। ২০১১ সালে প্রকাশ করা হয়েছিল বাংলাদেশের প্রথম রবীন্দ্র সংগ্রহশালা ’শ্রুতি গীতবিতান’। যার উদ্যোক্তা ছিলেন রেজওয়ানা চৌধুরী বন্যা
শনিবারের চিঠি/আটলান্টা/ মার্চ ১৯, ২০১৬
বাংলাদেশ সময়: ১০:০৪ পূর্বাহ্ণ | শনিবার, ১৯ মার্চ ২০১৬
https://thesaturdaynews.com | Sikder Rahman
Development by: webnewsdesign.com