সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের আকাশে পবিত্র মাহে রমজানের চাঁদ দেখা গেছে। সৌদি আরবের সুপ্রিম কোর্ট শুক্রবার সন্ধ্যায় এই ঘোষাণা দিয়েছে। ফলে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আগামীকাল শনিবার থেকে রোজা শুরু হবে।
আজ শুক্রবার আরব নিউজ ও গালফ নিউজের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
এ ছাড়া ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ব্রুনাইয়ে ৩ এপ্রিল (রোববার) প্রথম রোজা।
সৌদি আরবের প্রতিবেশী দেশ ওমানেও আগামী রোববার থেকে রোজা হবে বলে দেশটির সরকার ঘোষণা দিয়েছে।
আগামী শনিবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে এবং বাংলাদেশে রমজানের চাঁদ দেখার বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।
স্বাভাবিকভাবে, আজ সৌদি আরবে রমজানের চাঁদ দেখা যাওয়ায় বাংলাদেশে আগামীকাল চাঁদ দেখা যেতে পারে এবং আগামী রোববার থেকে শুরু হতে পারে পবিত্র মাহে রমজান।
আসন্ন রমজান উপলক্ষ্যে সারা দেশের ধর্মপ্রাণ মুসল্লিরা বরাবরের মতো এবারও প্রস্তুতি নিয়েছেন। তারাবির নামাজ উপলক্ষে মসজিদগুলো ধোয়া-মোছা করে সাজানো হয়েছে। উৎসবের আমেজ চলে এসেছে মুসলমানদের মাঝে।
বাংলাদেশ সময়: ৯:১২ অপরাহ্ণ | শুক্রবার, ০১ এপ্রিল ২০২২
https://thesaturdaynews.com | Sikder Rahman
Development by: webnewsdesign.com