সৌদি আরবের কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে দেশটিতে আগামীকাল পবিত্র মাহে রমজানের শেষদিন এবং পরশু সোমবার ঈদুল ফিতর পালন করা হবে। সৌদি গেজেট ও গালফনিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সৌদি গেজেট জানায়, শনিবার দেশের তামির পর্যবেক্ষণ কেন্দ্র কিংবা হাউতাত সুদাইরের মাজমায়াহ ইউনিভার্সিটিতে স্থাপিত পর্যবেক্ষণ কেন্দ্র থেকে শাওয়ালের চাঁদ দেখা যায়নি। ফলে আগামীকাল রোববার সৌদি আরবে রমজান মাসের শেষদিন এবং পরদিন সোমবার শাওয়ালের প্রথম দিন অর্থাৎ ঈদুল ফিতর।
এ ছাড়া সংযুক্ত আরব আমিরাত (ইউএই), তুরস্ক, ইরাক, কুয়েত, কাতার, অস্ট্রেলিয়া , ফ্রান্সে, যুক্তরাষ্ট্র প্রভৃতি সোমবার দিন ঈদুল ফিতর পালন করা হবে বলে ঘোষণা দেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ৫:০৭ পূর্বাহ্ণ | রবিবার, ০১ মে ২০২২
https://thesaturdaynews.com | Sikder Rahman
Development by: webnewsdesign.com