সোমালিয়ার রাজধানী মোগাদিসুর ভিড়ে ঠাসা এক বাজারে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় গতকাল রোববার বিকেলে আত্মঘাতী ওই হামলায় অন্তত ৩৪ জন নিহত ও ৫০ জন আহত হয়েছেন।
সোমালিয়ার পুলিশ জানায়, মোগাদিসুর দক্ষিণাঞ্চলে মাদিনা এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
মাদিনার পুলিশ কর্মকর্তা আলি মোহাম্মদ হুসেইনির বরাত দিয়ে রয়টার্স জানায়, বাজারের কেন্দ্রস্থলে একটি খাবারের দোকানের সামনে বিস্ফোরকবোঝাই একটি গাড়ির বিস্ফোরণ ঘটে। আত্মঘাতী হামলাকারী ওই সময়ে গাড়ির ভেতরেই ছিল।
প্রাথমিকভাবে এ হামলার ঘটনায় সোমালিয়ার জঙ্গি সংগঠন আল-শাবাবের ওপর সন্দেহের কথা জানিয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী। জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) ভাবাদর্শে গড়ে ওঠা এ জঙ্গি সংগঠন গত কয়েক বছরজুড়েই একের পর এক হামলা করে দেশটিতে অস্থিতিশীলতা তৈরি করছে।
সম্প্রতি প্রেসিডেন্ট নির্বাচিত হয়েই ডোনাল্ড ট্রাম্প সাতটি মুসলিম দেশের নাগরিকদের ‘ঝুঁকিপূর্ণ’ আখ্যায়িত করে যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা দেন। আর এ দেশের তালিকায় প্রথমেই রয়েছে সোমালিয়ার নাম। বিবিসি
শনিবারের চিঠি/ আটলান্টা / ফেব্রুয়ারি ২০,২০১৭
বাংলাদেশ সময়: ৪:২৭ অপরাহ্ণ | সোমবার, ২০ ফেব্রুয়ারি ২০১৭
https://thesaturdaynews.com | Sikder Rahman
Development by: webnewsdesign.com