সংসদে সংসদ সদস্য সাড়ে ৩শ অথচ এমপি গাড়ির সংখ্যা সাড়ে পাঁচ হাজার । এরা কারা? এদের খুঁজে বের করে ব্যবস্থা নেয়ার আহ্বান জানয়েছেন জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ।
সোমবার রাতে ১০ জাতীয় সংসদের ৮ম অধিবেশনের সমাপনি বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরকে উদ্দেশ করে রওশান এরশাদ বলেন, ‘সাড়ে ৩’শ আমরা সংসদ সদস্য। অথচ সাড়ে ৫ হাজার গাড়িতে সংসদ সদস্যদের স্টীকার লাগিয়ে চলছে। এরা কারা। এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা নিতে হবে।’
দুই বিদেশিকে হত্যা ও তাজিয়া মিছিলের প্রস্তুতি সমাবেশে হামলার প্রসঙ্গে তিনি বলেন, ‘এ হামলা বাংলাদেশের অসাম্প্রদায়িকতার উপর হয়েছে।’
এসব হামলার নিন্দা জানিয়ে তিনি আরো বলেন, ‘এসব ঘটনা দ্রুত আইনের আওতায় এনে শাস্তির বিধান করা। নিরাপত্তাহীনতায় আমরা ভুগছি কেন? বিদেশেও এরকম ঘটনা অহরহ ঘটছে। তারাতো নিরাত্তাহীনতায় ভুগছে না। অথচ বাংলাদেশে দু’একটি ঘটনা ঘটলেই আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। বিদেশের তুলনায় বাংলাদেশ বিশ্বের সবচেয়ে নিরাপদ দেশ। আমরা সর্বাত্মকভাবে সরকারের উন্নয়ন কাজে সহযোগিতা করে যাচ্ছি।’
সবশেষে প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপিসহ সারাদেশের মানুষের প্রতি নতুন বছরের আগাম শুভেচ্ছা ও অভিনন্দন জানান রওশন এরশাদ।
শনিবারের চিঠি/ আটলান্টা/ ২৪ নভেম্বর ২০১৫
বাংলাদেশ সময়: ১১:১৩ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০১৫
https://thesaturdaynews.com | Sikder Rahman
Development by: webnewsdesign.com