মালাউনের বাচ্চা
(শ্রদ্ধাভাজন শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে উৎসর্গ)
মালাউনের বাচ্চা শালা
তুই আমারে চিনিস
দেশের লোকে সবাই জানে
আমি কী জিনিষ।
আমারে তো চিনিস না
আমি তোর বাপ
তোকে যদি মেরেও ফেলি
পাবো আমি মাফ।
ভেবেছিলে বেঁচে যাবি
কান দু’টো ধর
এবার শালা একশ বার
উঠবস কর।
এই নামে করবি যজ্ঞ
সেলিম ওসমান
এ এলাকায় একমাত্র
আমিই ভগবান।
ওই শালাদের হাতে
বন্দর নগর করেছে ওরা
ভাগ
ওই শালাদের মুখে কালো
দাগ।
ওই শালাদের গালে অনেক
ক্ষত
দেখতে লাগে শুয়োর গুলোর
মত।
ওই শালারা ধারে না কারো
ধার
সাত খুনেও পেয়ে যায়
পার।
ওই শালারাই রাজনীতির
বর
মন্ত্রী আমলা সবাই করে
ডর।
ওই শালাদের দাপট জানো
কত
র্যাব পুলিশের ক্ষমতা আছে
যত।
চাঁদাবাজি করছে নানা
খাতে
মন্ত্রী টন্ত্রী ওই শালাদের
হাতে।
শনিবারের চিঠি/আটলান্টা/ মে ২১, ২০১৬
বাংলাদেশ সময়: ১০:০১ পূর্বাহ্ণ | শনিবার, ২১ মে ২০১৬
https://thesaturdaynews.com | Sikder Rahman
Development by: webnewsdesign.com