ঢাকাঃ সাবেক অ্যাটর্নি জেনারেল ও সিনিয়র আইনজীবী মাহমুদুল ইসলাম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
গতকাল সোমবার দিবাগত রাতে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মাহমুদুল ইসলাম। তিনি দীর্ঘদিন থেকে ফুসফুস, কিডনিসহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।
পারিবারিক সূত্রে জানা গেছে, প্রবীণ এই আইনজীবীর দুই ছেলে আসিফ ইসলাম ও আরিফ ইসলাম কানাডা প্রবাসী। তাঁরা দেশে ফেরার পর সুপ্রিম কোর্টে জানাজা শেষে তাঁর মরদেহ দাফনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
মাহমুদুল ইসলামের জন্ম ১৯৩৬ সালে রংপুরে। কারমাইকেল কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিষয়ে পড়াশোনা করেন তিনি। এর পর রংপুর জেলা বারে আইন পেশা শুরু করেন মাহমুদুল ইসলাম। সেখান থেকে হাইকোর্টে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। ১৯৭২ সালে সহকারী অ্যাটর্নি জেনারেল এবং ১৯৯৮ থেকে ২০০১ সাল পর্যন্ত অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পালন করেন তিনি।
‘কনস্টিটিউশনাল ল অব বাংলাদেশ’ এবং ‘ইন্টারপ্রিটেশন অব স্ট্যাটিউটস অ্যান্ড ডকুমেন্টস’ বই দুটি মাহমুদুল ইসলামের লেখা।
শনিবারের চিঠি / আটলান্টা/ ফেব্রুয়ারি ১৬, ২০১৬
বাংলাদেশ সময়: ১১:৩২ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারি ২০১৬
https://thesaturdaynews.com | Sikder Rahman
Development by: webnewsdesign.com