নিউইয়র্কঃ নিউইয়র্ক থেকে প্রকাশিত ‘সাপ্তাহিক প্রবাস’ এর সম্পাদক মোহাম্মদ সাঈদকে (৪৯) গ্রেফতার করেছে নিউইয়র্ক ইমিগ্রেশন পুলিশ।
গত ২৪ মে ‘ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট’ (আইএস) এজেন্টরা নিউইয়র্ক সিটির ফ্লাশিং এলাকা থেকে তাকে গ্রেফতার করে। পরে তাকে নিউজার্সির হাডসন কাউন্টি কারাগারে নিয়ে যাওয়া হয়।
আইএস-এর নিউইয়র্ক ফিল্ড অফিসের জনসংযোগ কর্মকর্তা রাচায়েল ইয়ং গত বুধবার (৩১ মে) বলেন, ‘বাংলাদেশের নাগরিক মোহাম্মদ সাঈদ যুক্তরাষ্ট্রে বেআইনিভাবে প্রবেশ করেছেন অজানা সময় এবং দুর্গম সীমান্ত পথে। আইএস এজেন্টরা তাকে ২৪ মে গ্রেফতার করেছে অভিবাসনের আইন লঙ্ঘনের অভিযোগে। ইমিগ্রেশন জজ আদালতে হাজিরা দেয়ার জন্য তাকে কাস্টডিতে রাখা হয়েছে।’
তবে কবে এবং কখন ইমিগ্রেশন কোর্টে হাজির করা হবে সেটি নিশ্চিত করতে পারেননি তিনি।
নারায়ণগঞ্জের অধিবাসী সাঈদ নিউইয়র্ক সিটির কুইন্সে ইস্ট এলমহার্স্ট এলাকায় প্রায় দেড় যুগ ধরে সপরিবারে বসবাস করছেন।
শনিবারের চিঠি/ আটলান্টা / জুন ০২,২০১৭
বাংলাদেশ সময়: ৪:১৯ অপরাহ্ণ | শুক্রবার, ০২ জুন ২০১৭
https://thesaturdaynews.com | Sikder Rahman
Development by: webnewsdesign.com