আভ্যন্তরীণ কোন্দলের কারণে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় জর্জিয়ায় দোয়া মাহফিল আয়োজন করেছিল জর্জিয়া বিএনপির একটি অংশ। এ ব্যাপারে গতকাল ২১ মে শুক্রবার শনিবারের চিঠিতে ‘ খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় জর্জিয়ায় দোয়া মাহফিল শিরোনামে একটি সংবাদও প্রকাশিত হয় ।
আজ রাত সাড়ে দশটার দিকে জর্জিয়া বিএনপির সভাপতি নাহিদুল খান সাহেল শনিবারের চিঠিকে মোবাইলে জানান জর্জিয়া বিএনপির একটি অংশ নয় সম্মিলিত ভাবেই আগামিকাল রবিবার ২৩ মে সন্ধ্যে ৭ টায় স্থানীয় মনসুন মাসালা রেস্টুরেন্টে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জর্জিয়া বিএনপির সাবেক সভাপতি এবং বর্তমান জর্জিয়া বিএনপির উপদেষ্টা আলহাজ্ব শাকুর মিন্টু ।
এ ছাড়াও থাকবেন, ডিউক খান উপদেষ্টা জর্জিয়া বিএনপি, জর্জিয়া বিএনপির সভাপতি সম্পাদক যথাক্রমে নাহিদুল খান সাহেল ও মোহাম্মদ মামুন শরীফ আমজাদসহ স্থানীয় বিএনপির নেতা নেতৃবৃন্দ। উক্ত মাহফিলে জর্জিয়া প্রবাসী বিএনপি পরিবারের সকলকে উপস্থিত থাকতে আমন্ত্রন জানানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১০:১৫ অপরাহ্ণ | শনিবার, ২২ মে ২০২১
https://thesaturdaynews.com | Sikder Rahman
Development by: webnewsdesign.com