ভালোবাসায় সিক্ত হওয়া কথাগুলো
ছোট্ট চিরকুটে সংরক্ষিত থাকলে ভালো হতো
মনে হচ্ছে পুরোনো কথাগুলো খেই হারিয়ে
মিশে গেছে বাতাসের ইথারে।
গোপন অভিসারের কথাগুলো
গিরগিটির লকলকে জিহ্বায় হজম হয়ে গেছে
সহসা তুমি বলতে, তাকিও না দুষ্ট জীবের প্রতি
রক্তচোষা প্রাণীটা ভয়ংকর লালসায় দংশন করবে।
এক সময় কথায় কথায় দংশিত হয়েছি আমরা
নিজেদের অনেক অজ্ঞতায় পীড়িত হয়েছি
অনর্থক বাক্য বিন্যাসে, ঊর্ধ্বগতির চলার পথ
দুর্গম জেনেও ক্লান্ত হয়েছি খুঁজে নিতে কথার ভাবার্থ।
এখনো প্রতিনিয়ত দংশিত হচ্ছি বাস্তবে কিংবা
অনুভূতিতে, কথামালার সংজ্ঞা যেহেতু জানা ছিল না।
শনিবারের চিঠি / আটলান্টা / ডিসেম্বর ২৮,,২০১৯
বাংলাদেশ সময়: ৭:০৭ অপরাহ্ণ | শনিবার, ২৮ ডিসেম্বর ২০১৯
https://thesaturdaynews.com | Sikder Rahman
Development by: webnewsdesign.com