ঢাকাঃ বাংলাদেশ ব্যাংকের গভর্নরের পদ থেকে সরে দাঁড়ানোর পর আবারও শিক্ষকতায় ফিরছেন ড. আতিউর রহমান। গতকাল তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগে যোগদান করছেন বলে জানা গেছে।
গভর্নর হিসেবে কেন্দ্রীয় ব্যাংকে যোগদানের পূর্বেও তিনি এ বিভাগে অধ্যপক হিসেবে ছিলেন তিনি।
রিজার্ভের ঘটনায় মঙ্গলবার পদত্যাগের পর আতিউর রহমান তার বাসায় সংবাদ সম্মেলনে বলেছিলেন, ‘আমি আগেও শিক্ষকতায় ছিলাম। আবারও সেখানেই ফিরে যাবো। এতে করে সবার সঙ্গে আরও বেশি করে মিশতে পারবো। কাজ করতে পারবো।’
নাম প্রকাশে অনিচ্ছুক গভর্নরের এক আত্মীয় এ বিষয়ে বলেন, ‘উনি পদত্যগ পত্র জমা দিয়ে আসার পর থেকেই বারবার বলছিলেন, আবার শিক্ষকতায় ফিরে যাবেন। বারবার তিনি বিশ্ববিদ্যালয়ে যোগাযোগ করতে বলছেন। আজই যোগদানের সব কাজ করে ফেলতে বলছেন।’
উল্লেখ্য, ২০০৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগে অধ্যাপনা শুরু করেছিলেন তিনি। শুরুর তিন বছর পর ডেপুটেশনে গিয়ে গভর্নরের দায়িত্ব নিয়েছিলেন তিনি।
রিজার্ভ চুরির ঘটনায় সরকারের ব্যপক চাপের মধ্যে তিনি গত মঙ্গলবার গভর্নরের পদ থেকে পদত্যগ করেন। এরপর তিনি আবার অধ্যাপনায় ফিরে যাচ্ছেন।
শনিবারের চিঠি/ আটলান্টা/ মার্চ ১৭, ২০১৬
বাংলাদেশ সময়: ১০:৪৩ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৭ মার্চ ২০১৬
https://thesaturdaynews.com | Sikder Rahman
Development by: webnewsdesign.com