শনিবার বিনোদন সংবাদঃ লোভে পড়ে চোরাকারবারী হিসেবে মোশাররফ করিম অবশেষে স্বর্ণসহ শাহজালাল বিমানবন্দরে আটক হলো। দালালের সহায়তায় মধ্যপ্রাচ্য পাড়ি দিলেও সুবিধা না পেয়ে দেশে ফেরত আসে অভিনেতা মোশাররফ করিম। ধার দেনা করে নিঃস্ব হয়ে পড়েন তিনি। ক্রমাগত সঙ্কট আর মেহজাবিনের সাথে বিয়ের কথাবার্তায় আর্থিক চাপ অনুভব করে মোশাররফ করিম। একসময় চোরাচালানকারী চক্রের সদস্য আ.খ.ম হাসানের খপ্পরে পড়ে যান তিনি। এয়ারপোর্ট টু এয়ারপোর্ট যাতায়াত। প্রতি চালানে নগদ টাকা। লোভ হতে থাকে মোশাররফের। চলে বিশেষ প্রশিক্ষণ। এরপর কাস্টমস গোয়েন্দার নজরদারিতে ধরা পড়া। তবে শরীরে বিশেষভাবে বহন করায় তা উদ্ধারে চলে নাটকীয়তা। শেষ পর্যন্ত কি ধরা পড়বেন মোশাররফ? মেহজাবিনের সাথে কি বিয়ে হবে না?
এমন টানটান উত্তেজনা নির্ভর গল্প নিয়েই বিশেষ টেলিছবি ‘স্বর্ণমানব’। আন্তর্জাতিক কাস্টমস দিবসে শাহজালাল বিমানবন্দরে সত্যিকার সোনা চোরাচালানের ঘটনা অবলম্বনে এই বিশেষ টেলিছবিটি মইনুল খানের গল্প ও সার্বিক তত্ত্বাবধানে নাটকটির চিত্রনাট্য করেছেন মাসুম শাহরিয়ার। পরিচালনা করেছেন আবু হায়াত মাহমুদ। নাটকের বিভিন্ন চরিত্রে মোশাররফ করিম ও মেহজাবিন ছাড়াও আছেন অপর্ণা ঘোষ, সুজাত শিমুল, রওনক হাসানের মতো অভিনেতারা। গোয়েন্দা কাহিনি নির্ভর শ্বাসরুদ্ধকর এই টেলিছবিটি প্রচার হয় চ্যানেল আই-তে ২৬ জানুয়ারি শুক্রবার রাত ৮টায়।
নাটকটি আমাদের ভিডিও লিঙ্কে দেখুন ।
শনিবাবের চিঠি / আটলান্টা/ ০৩ ফেব্রুয়ারি, ২০১৮
বাংলাদেশ সময়: ১০:০৭ পূর্বাহ্ণ | শনিবার, ০৩ ফেব্রুয়ারি ২০১৮
https://thesaturdaynews.com | Sikder Rahman
Development by: webnewsdesign.com