জেলে পুকুরে মাছ ধরে গিয়ে জালে মাছ না পেলেও লক্ষ্মীর মূর্তি পেয়েছেন। এ নিয়ে লালমনিরহাটের পাটগ্রামে মানুষের মাঝে এক কৌতুহলের জন্ম দিয়েছে। পাটগ্রামে কোটতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন পুকুরে মাছ ধরার সময় লক্ষ্মী দেবীর মূর্তি পাওয়া গেছে।
রোববার (২১ ফেব্রুয়ারি) মূর্তি বিষয়ে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মোহন্ত বলেন, উদ্ধার হওয়া লক্ষ্মী দেবীর মূর্তি পিতলের। মূর্তিটি সরকারি কোষাগারে পাঠানো হবে।
শনিবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে পুকুরে মাছ ধরার সময় মূর্তিটি এক জেলে পায়। বিষয়টি ছড়িয়ে পড়েল সেই জেলে গা ঢাকা দেয়। খবর পেয়ে মূর্তিটি হেফাজতে নেন পুকুরের মালিক মুক্তিযোদ্ধা মনির উদ্দিন আহমেদের ছেলে শামীম হোসেন (৩০)। পরে পাটগ্রাম থানা পুলিশ শামীমের কাছ থেকে সেটি উদ্ধার করে।
স্থানীয় এক স্বর্ণকার পরীক্ষা- নিরীক্ষা করে জানায়, মূর্তিটি পিতলের তৈরি। প্রায় দেড়শো বছর আগের রাজা বাদশাদের আমলের হতে পারে। ওজন প্রায় ২৬০ গ্রাম বা ৭৭ ভরি।
শনিবারের চিঠি / আটলান্টা / ফেব্রুয়ারি ২২, ২০২১
বাংলাদেশ সময়: ৬:৩২ অপরাহ্ণ | সোমবার, ২২ ফেব্রুয়ারি ২০২১
https://thesaturdaynews.com | Sikder Rahman
Development by: webnewsdesign.com