ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলসে তাকিয়া তাসনিম নামের ১১ বছরের এক শিশুর অকাল মৃত্যু হয়েছে । সে লস অ্যাঞ্জেলসের লিটল বাংলাদেশ কম্যুনিটির মমিনুল হক তাসকিনের মেয়ে । গতকাল ২৩ ফেব্রুয়ারি ( স্থানীয় সময় ) সকাল ৮:৩৬ মৃত্যুবরণ করে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন )।
তাসনিম দীর্ঘ চার বছর অস্টিও সার্কোমা চাইল্ডহুড বন ক্যান্সারের ভুগছিল। ! লস এঞ্জেলেসের বিশেষজ্ঞরা চিকিৎসকের সমন্বিত সর্বপ্রকার প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পর মাস খানেক আগে অপারগতা প্রকাশ করে তাসনিমকে বাসায় পাঠিয়ে দেয় । বাসায় পাঠিয়েও তাসনিমের চিকিৎসা ও সেবাযত্ন অব্যাহত রেখেছিলো। এমনি অবস্থায় সকল প্রচেষ্টা ব্যর্থ করে সে বাসাতেই শেষ নিঃস্বাস ত্যাগ করে।
চট্টগ্রামের হালি শহরের অধিবাসী তাকিয়া তাসনিমের বাবা মমিনুল হক তাসকিন দীর্ঘদিন যাবত ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলসে বসবাস করছিলেন। তাসকিন দম্পতির তিন সন্তানের মধ্যে তাকিয়া তাসনিম ছিল সবার বড়। এই দম্পতির বর্তমানে একটি মেয়ে ও একটি ছেলে রয়েছে । অসুস্থতার পূর্বে তাকিয়া তাসনিম ফোর্থ গ্রেডের ছাত্রী ছিলো।
১১ বছরের ফুলের মত শিশু তাসনিমের মৃত্যুতে লস এঞ্জেলেস বাঙালি কম্যুনিটিতে শোকের ছায়া বিরাজ করছে।
শনিবারের চিঠি / আটলান্টা / ফেব্রুয়ারি ২৪, ২০২১
বাংলাদেশ সময়: ৬:৩৮ অপরাহ্ণ | বুধবার, ২৪ ফেব্রুয়ারি ২০২১
https://thesaturdaynews.com | Sikder Rahman
Development by: webnewsdesign.com