ইতালি রোমের তিবুরতিনা নামক স্টেশনে বাসের ধাক্কায় মো. বজলুর রহমান (৫০) রিপন নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। দুর্ঘটনাটি বুধবার স্থানীয় সময় সন্ধ্যায় ৭টায় ঘটে।
ধারণা করা হচ্ছে নিহত রিপন রাস্তা পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় গণমাধ্যম জানায়, সবে মাত্র বাসটি স্টপেজ থেকে ছাড়ে ওই সময় ধাক্কা লাগলে সে পড়ে যায়। তাৎক্ষণিক অ্যাম্বুলেন্স ডেকে পলিক্লিনিক হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হয় এবং শরীরে মারাত্মক আঘাত পাওয়ায় সে মারা যায়। বাসের ড্রাইভার ছিলেন একজন ৫৮ বয়সী ইতালিয়ান।
এ ঘটনায় তদন্ত চলছে বলে পুলিশ জানিয়েছেন। খুব শীঘ্রই তদন্ত রিপোর্ট জানানো হবে। তার লাশ বর্তমানে রোমের একটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
উল্লেখ্য, রিপন প্রায় এক যুগের বেশি সময় ইতালিতে বসবাস করছেন।
শনিবারের চিঠি / আটলান্টা/ জানুয়ারি ২৭, ২০২০
বাংলাদেশ সময়: ৮:০৯ অপরাহ্ণ | সোমবার, ২৭ জানুয়ারি ২০২০
https://thesaturdaynews.com | Sikder Rahman
Development by: webnewsdesign.com