অনলাইন ডেস্কঃ ফেসবুক তৈরি করেছে তো কী হয়েছে, জানেন কি জুকারবার্গ এখনও পড়াশোনাই শেষ করে উঠতে পারেননি? হাভার্ড ড্রপআউট তিনি। এখনও স্নাতকস্তরের পরীক্ষাই দিয়ে উঠতে পারেননি।
২০০৪–এ পড়াশোনা করতে করতেই ফেসবুক তৈরি করেছিলেন তিনি। তখন তিনি হাভার্ড গ্র্যাজুয়েশন স্কুলের দ্বিতীয় বর্ষের ছাত্র। ফেসবুকের জনপ্রিয়তা এতটাই বেড়ে গেল যে পড়াশোনায় আর সময় দিতে পারেননি তিনি। কলেজ ছেড়ে ফেসবুকে নিজেকে মগ্ন রেখেছিলেন। এবার সেই ডিগ্রি হাতে পেতে নিয়ম করে পড়াশোনা শুরু করেছেন। প্রতিদিন কলেজেও যাচ্ছেন। মে মাসে অবশেষে ডিগ্রি হাতে পাবেন তিনি। হাভার্ডের গ্র্যাজুয়েশন সেরিমনিতে বলার কথা তাঁর। তার প্রস্তুতেই সম্প্রতি হাজির হয়েছিলেন মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটসের কাছে। তিনিও কিন্তু হাভার্ড ড্রপআউট। অথচ ২০০৭–এর হাভার্ডের গ্র্যাজুয়েশন সেরিমনিতে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন গেটস। সে বছরই জুকারের স্ত্রী প্রিসিলা গ্র্যাজুয়েট হয়েছিলেন। সে দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জুকারবার্গও। গেটস সেই ডিগ্রি হাতে পাওয়ার চেষ্টা না করলেও জুকারবার্গ কিন্তু ডিগ্রি হাতে পেতে চান। এবার তাই কলেজ আর পড়াশোনাতেই মনোনিবেশ করেছেন তিনি।
শনিবারের চিঠি/ আটলান্টা / মার্চ ১০,২০১৭
বাংলাদেশ সময়: ১০:৫৯ পূর্বাহ্ণ | শুক্রবার, ১০ মার্চ ২০১৭
https://thesaturdaynews.com | Sikder Rahman
Development by: webnewsdesign.com