বিশ্বখ্যাত সার্চইঞ্জিন কোম্পানি গুগল রাশিয়ায় সব ধরনের বিজ্ঞাপন বন্ধ করার কথা জানিয়েছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে এ তথ্য নিশ্চিত করেছে গুগল।
শুক্রবার গুগলের পক্ষ থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, ‘বিশেষ পরিস্থিতির কারণে, আমরা রাশিয়ায় গুগল অ্যাড বন্ধ রাখছি। ক্ষণে ক্ষণে পরিস্থিতি বদলাচ্ছে। আমরা সময় মতো হালনাগাদ সিদ্ধান্ত জানাব।’
এই সিদ্ধান্তের আওতায় রাশিয়ায় গুগলের সার্চে দেখানো বিজ্ঞাপন ও ইউটিউব বিজ্ঞাপন বন্ধ থাকবে। বৃহস্পতিবার অবশ্য বার্তা সংস্থা রয়টার্স গুগল বিজ্ঞাপন বন্ধের কথা জানায়।
এর আগে মাইক্রোব্লগিং সাইট টুইটার ইউক্রেন ও রাশিয়ায় তাদের বিজ্ঞাপন বন্ধের ঘোষণা দেয়।
বাংলাদেশ সময়: ৬:৫৮ পূর্বাহ্ণ | রবিবার, ০৬ মার্চ ২০২২
https://thesaturdaynews.com | Sikder Rahman
Development by: webnewsdesign.com