রাজবাড়ীঃ রাজবাড়ীর বালিয়াকান্দিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে আটটি পরিবারের বসতঘর সম্পূর্ণ পুড়ে গেছে। এতে প্রায় ২০ লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা দাবি করেছে।
রোববার (১০ জানুয়ারি) বিকেল ৩টার দিকে উপজেলার পশ্চিমপাড়া গ্রামে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানাগেছে, রোববার বিকেল ৩টার দিকে শিশুরা পানি গরম করার সময় অসাবধানতা চুলার আগুন থেকে বসতঘরে আগুন লেগে যায়। এরপর মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারিদিকে ছড়িয়ে পড়ে। এ সময় স্থানীয়রা রাজবাড়ী ফায়ার সার্ভিস অফিসে খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই সামাদ বিশ্বাসের একটি, তার ছেলে রুহুল বিশ্বাসের একটি, ইয়াকুব আলী শেখের ছেলে ইউনুছ আলী শেখের একটি, সেকেন আলী শেখের ছেলে হান্নান শেখের একটি, মোহাম্মদ আলী বিশ্বাসের ছেলে টুকু বিশ্বাসের একটি, মোহাম্মদ আলী বিশ্বাসের স্ত্রী ছাকিরন বিবির একটি, মোঃ লুতু বিশ্বাসের একটি, ইয়াকুব আলী শেখের ছেলে রিয়াজ উদ্দিন বিশ্বাসের একটি টিনের ঘর সম্পূর্ণ পুড়ে যায়। এ অগ্নিকান্ডে আটটি পরিবারের ঘর ও ঘরের ভিতরে থাকা সকল মালামাল পুড়ে ২০ লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা দাবি করেছে।
শনিবারের চিঠি/ আটলান্টা/ ১১ জানুয়ারি ২০১৬
বাংলাদেশ সময়: ১০:৩৩ পূর্বাহ্ণ | সোমবার, ১১ জানুয়ারি ২০১৬
https://thesaturdaynews.com | Sikder Rahman
Development by: webnewsdesign.com