শনিবার রিপোর্টঃ রাজধানীর কাঁচাবাজারে সবজির দাম কমতির দিকে। তবে ক্রেতা বিক্রেতারা বলছেন মৌসুম অনুযায়ী দাম এখনো অনেক বেশি।
শীত সবজিতে ঠাসা রাজধানীর কাঁচা বাজার। বিক্রেতারা জানালেন, সরবরাহের কমতি নেই। এখানে ফুলকপি বাঁধাকপি প্রতিটি বিক্রি হচ্ছে ২৫ থেকে ৩০ টাকায়।
এছাড়া মূলা ২৫, শসা মান ভেদে ৪০ থেকে ৬০, বেগুন মান ভেদে ৫০ থেকে ৯০, নতুন টমেটো ৫০, নতুন আলু ১০০ টাকা কেজি। তবে ক্রেতাদের অভিযোগ, মৌসুম অনুযায়ী সবজির দাম চড়া।
অন্যদিকে অনেকটাই স্থিতিশীল রয়েছে মাছের দাম । এখানে সরপুটি ১৪০, তেলাপিয়া ১৩০, পাঙ্গাশ ১১০ থেকে ১৩০, চাষের কৈ ২০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। বাজারে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৩৫, গরুর মাংস ৩০০ এবং খাসির মাংস ৪৮০ টাকা কেজিতে। এছাড়া ফার্মের মুরগির ডিম পাওয়া যাচ্ছে প্রতি ডজন ৮৪ টাকায়।
বাংলাদেশ সময়: ১১:০০ পূর্বাহ্ণ | শনিবার, ২৯ নভেম্বর ২০১৪
https://thesaturdaynews.com | Sikder Rahman
Development by: webnewsdesign.com