বাংলা প্রেস নিউ ইয়র্কঃ যুক্তরাষ্ট্রে ‘কাউন্টার টেরোরিজম’ সেমিনারে যোগ দিলেন দেশের শীর্ষস্থানীয় পত্রিকার পাঁচ সদস্যের একটি সাংবাদিক প্রতিনিধিদল। ডিপার্টমেন্ট অব ষ্টেটের আমন্ত্রনে গত ১৭ জুলাই তাঁরা ওয়াশিংটনে যান। দশ দিনব্যাপী বিভিন্ন অঙ্গরাজ্যে অনুষ্ঠিত বেশ কয়েকটি সেমিনারে অংশ গ্রহন শেষে গত বুধবার সাংবাদিকদের এ প্রতিনিধিদল নিউ ইয়র্কে আসেন।
ডিপার্টমেন্ট অব ষ্টেটের ‘ইন্টারন্যাশনাল ভিজিটর লিডারশিপ প্রোগ্রাম (আইভিএলপি)’ আয়োজিত ওয়াশিংটন, ম্যারিল্যান্ড, মিনেসোটা ও সান দিয়েগো’তে অনুষ্ঠিত বেশ কয়েকটি কাউন্টার টেরোরিজ বিষয়ক সেমিনারে এই প্রথমবারের মত অংশ নেন বাংলাদেশের সাংবাদিকবৃন্দ। বিশ্বের বিভিন্ন দেশের সন্ত্রাসবাদ বিষয়ক নানা ধরনের আলোচনা হয়। একই সঙ্গে সন্ত্রাসবাদ মোকাবেলায় গণমাধ্যমের ভূমিকা নিয়েও নানা দিক নির্দেশনাও প্রদান করা হয়।
সেমিনারে অংশ নেন কালের কন্ঠ’র সিনিয়র রিপোর্টার ও ক্রাইম ইন চিফ এস এম আজাদ, প্রথম আলোর সিনিয়র রিপোর্টার গোলাম মর্তুজা, ডেইলি ষ্টারের সিনিয়র রিপোর্টার মিয়া মোহাঃ জাহিদুল ইসলাম তুষার, নিউএজের স্টাফ রিপোর্টার মোক্তাদির রশিদ রোমিও এবং ঢাকা বাংলা চ্যানেল (ডিবিসি)’র সিনিয়র রিপোর্টার রাজিব ঘোষ।
সেমিনারের শেষদিন প্রতিনিধিদল ২৭ জুলাই বুধবার নিউ ইয়র্কে এসে পৌঁছান। শুক্রবার কালের কন্ঠ’র নিউ ইয়র্ক প্রতিনিধি সাবেদ সাথির সাথে তাদের কথা হয়। তাঁরা জানান, এই প্রথমবারের মত বাংলাদেশের সাংবাদিক প্রতিনিধিদল যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব ষ্টেটের আমন্ত্রনে ‘কাউন্টার টেরোরিজ’ বিষয়ক সেমিনারে অংশ নিলেন। তাঁদের এ কর্মসূচি সর্বাত্মকভাবেই সফল হয়েছে। বর্তমানে তাঁরা নিউ ইয়র্কে জামাইকায় অবস্থান করছেন আগামি বুধবার সাংবাদিকদের এ প্রতিনিধিদল দেশে ফিরে যাবেন।
শনিবারের চিঠি/ আটলান্টা / আগস্ট ০১, ২০১৬
বাংলাদেশ সময়: ১১:৪২ পূর্বাহ্ণ | সোমবার, ০১ আগস্ট ২০১৬
https://thesaturdaynews.com | Sikder Rahman
Development by: webnewsdesign.com