ষ্টাফ রিপোর্টারঃ কিছুদিন আগেই হয়ে গেল যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন। এবারের এই নির্বাচন বিভিন্ন দিক দিয়ে বেশ গুরুত্বপূর্ণ ছিল। প্রথমত রিপাবলিকান পার্টি ক্ষমতায় থাকা সত্ত্বেও হাউসে বেশি আসন পেয়েছে ডেমোক্র্যাট। বিরোধী দল হিসেবে এটি বড় ধরনের বিজয়। আমেরিকার মধ্যবর্তী নির্বাচনে জর্জিয়া অঙ্গরাজ্যের ডিস্ট্রিক্ট-৫ থেকে ডেমোক্রেটিক দলের মনোনয়নে স্টেট সিনেটর নির্বাচিত হলেন বাংলাদেশি-আমেরিকান শেখ রহমান চন্দন। আমেরিকার যেকোনো পর্যায়ের আইনসভার সদস্য হওয়া প্রথম বাংলাদেশি । জর্জিয়ার ইতিহাসে তিনিই প্রথম ও একমাত্র বাংলাদেশি হিসেবে অঙ্গরাজ্যটির স্টেট সিনেটে যাওয়ার গৌরব অর্জন করেন।
শেখ রহমানকে সর্বাত্মকভাবে সমর্থন দেয় ‘এলায়েন্স অব সাউথ এশিয়ান-আমেরিকান লেবার’ অ্যাসাল।
জর্জিয়ায় ‘এলায়েন্স অব সাউথ এশিয়ান-আমেরিকান লেবার’ তথা“অ্যাসাল” এর সহযোগিতায় এ বছরের মধ্যবর্তী নির্বাচনে অনেক ডেমোক্রেটিক পার্টির বিজয়ী হয় । প্রেস বিজ্ঞপ্তি
শনিবারের চিঠি / আটলান্টা / ১০ ডিসেম্বর, ২০১৮
বাংলাদেশ সময়: ৮:৫৭ অপরাহ্ণ | সোমবার, ১০ ডিসেম্বর ২০১৮
https://thesaturdaynews.com | Sikder Rahman
Development by: webnewsdesign.com