কলকাতাঃ ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতি রাহুল গান্ধী বলেছেন, ‘ভারতে বেকারদের জন্য কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়েও রাখতে পারেননি মোদি। তিনি একজন মিথ্যাবাদী।’
কর্নাটকে সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেন রাহুল গান্ধী। আজ অনুষ্ঠিত হবে কর্নাটকের বিধানসভা নির্বাচন। ওই নির্বাচনে দলের প্রার্থীদের পক্ষে প্রচারাভিযান করছেন রাহুল গান্ধী।
তিনি(রাহুল গান্ধী) প্রধানমন্ত্রী হতে পারবেন কিনা এ নিয়ে প্রশ্ন করেন সাংবাদিকরা। রাহুল পাল্টা প্রশ্ন করেন, তিনি কেন প্রধানমন্ত্রী হতে পারবেন না। তিনি জানান, আসন্ন লোকসভা নির্বাচনে কংগ্রেস জয়ী হলে তিনিই হবেন প্রধানমন্ত্রী।
২০১৯ সালের লোকসভা নির্বাচনকে ঘিরে এখন থেকেই কোমর বাঁধতে শুরু করেছে বেশিরভাগ বিরোধী রাজনৈতিক দলগুলো। বিরোধী জোটের পক্ষে ভারতের প্রধানমন্ত্রী হতে পারেন এমন সম্ভাব্য মুখ হিসাবে এরইমধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং মায়াবতীর নাম ভাসতে শুরু করেছে। ঠিক ওই সময়েই রাহুল জানিয়ে দিলেন তিনিও ওই পদের একজন বড় দাবিদার।
বিজেপির সভাপতি অমিত শাহকে খুনি আখ্যা দিয়ে রাহুল বলেন, ‘ভারতজুড়ে বিরোধীমতের মানুষকে খুন করে একাধিপত্য কায়েম করতে চাইছেন তিনি।’
শনিবারের চিঠি / আটলান্টা / ১২ মে , ২০১৮
বাংলাদেশ সময়: ৪:৪৩ অপরাহ্ণ | শনিবার, ১২ মে ২০১৮
https://thesaturdaynews.com | Sikder Rahman
Development by: webnewsdesign.com