বাংলাদেশ ডেস্কঃ রাজধানীর শাহাবাগ এলাকায় একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় একটি পিকআপ ভ্যান উল্টে ১০ জন আহত হয়েছেন।
গতকাল বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তিদের মধ্যে রয়েছেন, রোকন (২৫), রহিম (২০), মিঠুন (৩৭), সুমন (২৮), ফজলু (২২), খোকন(২৫), রোমান (২১), হারুন(৫০) ও নারায়ণ (৪৫)। এছাড়া আহত আরো একজনের নাম-পরিচয় জানা যায়নি।
আহতদের মধ্যে ফজলু, রোমান ও খোকনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক।
আহত কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, রাজধানীর শনির আখড়া থেকে পিকআপ ভ্যানটি ভাড়া করে মালামাল নিয়ে সিরাজগঞ্জ জেলায় একটি মেলায় যাচ্ছিলেন তাঁরা। ভ্যানটি শাহবাগ এলাকায় এলে একটি যাত্রীবাহি বাস তাঁদের ধাক্কা দিয়ে পালিয়ে যায়।
এ বিষয়ে জানতে চাইলে শাহাবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, যাত্রী বোঝাই একটি চলন্ত পিকআপ ভ্যান উল্টে ১০ জন আহত হয়েছে। এদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। নিয়ন্ত্রণ হারিয়ে, নাকি অন্য কোনো কারণে পিকআপ ভ্যানটি উল্টে যায়, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। আহত সবাইকে ঢামেক হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে।
শনিবারের চিঠি /আটলান্টা/ মার্চ ১৬, ২০১৬
বাংলাদেশ সময়: ৪:২১ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৬ মার্চ ২০১৭
https://thesaturdaynews.com | Sikder Rahman
Development by: webnewsdesign.com