বরিশালের উজিরপুর উপজেলার শিকারপুরে শ্রী শ্রী উগ্রতাঁরা মন্দিরে দেবী মূর্তির গায়ে গায়ে পরানো প্রায় ৩০ ভরি ওজনের স্বর্ণালংকার চুরি হয়েছে। রোববার রাতের কোনো এক সময়ে এ চুরির ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানিয়েছে।
মন্দিরে স্বর্ণালংকার চুরির ঘটনায় মন্দির কমিটির সহসভাপতি দেবাশীষ দাস জানান, সকালে পুরোহিত মন্দির খুলে কালী মূর্তির মুকুটসহ স্বর্ণের অলংকার দেখতে না পেয়ে কমিটির লোকজনকে জানান। রাতে পূজা শেষে তালা লাগিয়ে ঘরে ফিরে গিয়েছিলেন পুরোহিত। মন্দিরের কোনো দরজা ভাঙা পাওয়া যায়নি। সিসি ক্যামেরাগুলো শুধু ঘুরিয়ে দেওয়া হয়েছে।
সহসভাপতি আরো বলেন, ‘এটা কিভাবে ঘটল? আমরা চাই দ্রুত স্বর্ণের অলংকারগুলো উদ্ধার হোক আর চোর ধরা পড়ুক।’
উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হাসান জানান, মন্দিরে স্বর্ণালংকার চুরির বিষয়ে আমরা কাজ শুরু করেছি। খুব শিগগিরই উদ্ধার করা হবে।
উল্লেখ্য, এই মন্দিরটি ইতিহাসের অংশ ও অন্যতম পীঠস্থান। এখানে দেবী সতীর নাসিকা পড়েছিল বলে বিশ্বাস করে হিন্দু ধর্মাবলম্বীরা। পরে এখানে নদীর নাম হয় সুগন্ধা। সনাতন ধর্মের সব পুস্তকে এই মন্দিরটি সতীর অন্যতম পীঠস্থান হিসেবে স্বীকৃত। পরে ২০১৭ সালে ডা. পীযূষ কান্তি দাস ও বলরাম পোদ্দারের উদ্যোগে এই মন্দিরটি পুনর্নির্মাণ করা হয়।
শনিবারের চিঠি / আটলান্টা/ ফেব্রুয়ারি ০২ ,২০২১
বাংলাদেশ সময়: ১:০২ অপরাহ্ণ | মঙ্গলবার, ০২ ফেব্রুয়ারি ২০২১
https://thesaturdaynews.com | Sikder Rahman
Development by: webnewsdesign.com