মুস্তাক মুহাম্মদ এর শশীলতা কবিতাগুচ্ছ–
এক ফাগুনে আগুন জ্বাললে
শশীলতা তুমি বুঝলে না
জীবন গেলো তবু তোমার মান ভাঙলো না।
নিঠুর কেনো প্রিয়তমা
দরদী বুকটা কোথায় গেলো!
বিরহ জ্বালা এমন জ্বালা
জ্বলে তবু পুড়ে শেষ হয় না।
যে আগুনে জ্বাললে তুমি নিরবে
এক ফাগুনে আমার খুন করলে এভাবে।
প্রতিদান
শশীলতা তোমার অভিমান হলেও
স্বর্গের সুখ পেতাম
কিন্তু স্পষ্টত অবহেলা
ঘৃণা বিদ্বেষে ভরা ।
এটাও কম কিসে বলো –
ভালোবাসারইতো প্রতিদান।
পথিক পথহারা হবে
শশীলতা আমি এসেছিলাম
তোমার ঝরণার ধারার সময়!
এসেই মুগ্ধ আমি!
দুচোখ করেছি দান-
নিজেকে করেছি তোমাতে লীন।
বুঝেনি- কঠিন পাথরের বুকে
কেনো ঝরণা ধারা।
যে হৃদয় বুঝেনি কখনো-
অধরাই রয়ে গেলো!
শশীলতা কঠিন বুকে
এমন ধারা ধরলে
সব পথিকই পথহারা হবে নিশ্চিত।
তোমাকে খুঁজি
শশীলতা সত্যি তুমি অনন্য।
পথিককে পথ দেখায়ে নিলে গভীর অরণ্যে
সেখানে লুকোচুরি খেলতে খেলতে
কখন যে হারায়ে গেলে বুঝতেও পারিনি-
এখনো খুঁজি তোমাকে।
মুস্তাক মুহাম্মদ
mustakmahammad@gmail.com
শনিবারের চিঠি / আটলান্টা/ ১৭ জুন, ২০১৭
বাংলাদেশ সময়: ১০:৫৩ পূর্বাহ্ণ | শনিবার, ১৭ জুন ২০১৭
https://thesaturdaynews.com | Sikder Rahman
Development by: webnewsdesign.com