বাংলাদেশ ডেস্কঃ মিয়ানমারে রোহিঙ্গাদের উপর বর্বর নির্যাতনের কড়া প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ।
বুধবার বিকালে ঢাকায় নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত মিউ মিন্ট থানকে ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে এ প্রতিবাদ জানানো হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব কামরুল আহসান এ প্রতিবাদের কথা জানান।
এসময় মিয়ানমারের রাষ্ট্রদূতের হাতে একটি প্রতিবাদ পত্রও তুলে দেয়া হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বেরিয়ে রাষ্ট্রদূত সাংবাদিকদের সঙ্গে কোনো মন্তব্য করতে রাজি হননি।
এ ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব কামরুল আহসান সাংবাদিকদের বলেন, আমরা রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের উপর নির্যাতন, অগ্নিসংযোগের বিষয়ে উদ্বেগের কথা জানিয়েছি। অবিলম্বে এসব বন্ধ করার জন্য বলেছি।
জবাবে বার্মার রাষ্ট্রদূত খবরের কাগজে প্রকাশিত এসব সংবাদকে বানোয়াট বলে দাবি করেছেন। তিনি বলেন, প্রকৃত অর্থে এমন কিছুই হচ্ছে না।
শনিবারের চিঠি/আটলান্টা/ নভেম্বর ২৩, ২০১৬
বাংলাদেশ সময়: ৭:২২ অপরাহ্ণ | বুধবার, ২৩ নভেম্বর ২০১৬
https://thesaturdaynews.com | Sikder Rahman
Development by: webnewsdesign.com