মার্কিন নভোচারী মাইকেল কলিন্স (৯০) মারা গেছেন। তাঁর পরিবারের বরাতে বুধবার এ তথ্য নিশ্চিত করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
পৃথিবীর একমাত্র উপগ্রহ চাঁদে প্রথম মানুষ পদার্পণ করে ১৯৬৯ সালে। সেদিনে চাঁদের বুকে নিল আর্মস্ট্রং প্রথম পা রাখেন। মার্কিন মহাকাশ সংস্থা নাসার অ্যাপোলো-১১ চন্দ্রযানে করে চাঁদের বুকে অবতরণ করেছিলেন নভোচারী নিল আর্মস্ট্রং ও তাঁর অপর সঙ্গী বাজ অল্ড্রিন। সেই ঐতিহাসিক অভিযাত্রায় ছিলেন মাইকেল কলিন্স। যদিও তিনি চাঁদের মাটিতে হাঁটেননি।
২০১২ সালের ২৫ আগস্ট মারা যান নিল আর্মস্ট্রং। আজ চলে গেলেন তাঁদের সঙ্গী মাইকেল কলিন্স। তাঁদের হারিয়ে এখনো পৃথিবীতে আছেন বাজ অল্ড্রিন (৯১)।
মাইকেল কলিন্সের জন্ম ১৯৩০ সালের ৩১ অক্টোবর। তিনি একজন আমেরিকান প্রাক্তন মহাকাশচারী, পরীক্ষামূলক পাইলট ও মার্কিন যুক্তরাষ্ট্রের সংরক্ষিত বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত মেজর জেনারেল।
১৯৬৩ সালে চৌদ্দ মহাকাশচারী তৃতীয় গ্রুপের অংশ হিসেবে নির্বাচিত হয়ে তিনি দুবার মহাকাশে যান।
এদিকে মাইকেল কলিন্সের মৃত্যুতে একটি শোকবার্তা দিয়েছে মার্কিন মহাকাশ সংস্থা নাসা
বাংলাদেশ সময়: ১০:১৩ অপরাহ্ণ | বুধবার, ২৮ এপ্রিল ২০২১
https://thesaturdaynews.com | Sikder Rahman
Development by: webnewsdesign.com