মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো অন্তত ২০ জন।
আজ বৃহস্পতিবার বেলা ৩টার দিকে উপজেলার হেমায়েতপুর-সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক সড়কের ঋষিপাড়া বকচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন সিংগাইর থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম।
নিহতরা হলেন বাসচালক হৃদয় হোসেন (২৮), বাসের যাত্রী আনোয়ারা বেগম (৬৫) ও পথচারী নিখিল সরকার (২৫)।
ওসি আবুল কালাম আরো বলেন, বাসটি ঢাকার দিকে যাচ্ছিল। দুর্ঘটনার কবলে পড়ে ঘটনাস্থলেই বাসের চালকসহ তিনজন নিহত হন। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত ব্যক্তিদের মরদেহ মানিকগঞ্জ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
শনিবারের চিঠি / আটলান্টা/ অক্টোবর ২২, ২০২০
বাংলাদেশ সময়: ৫:২৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২০
https://thesaturdaynews.com | Sikder Rahman
Development by: webnewsdesign.com