ছড়া দু’টোর পটভূমিঃ
বাংলাদেশের প্রথম প্রধান মন্ত্রী তাজ উদ্দিনের ছেলে সৈয়দ সোহেল তাজ স্বরাষ্ট্রপ্রতি মন্ত্রী থেকে আওয়ামী লীগের মন্ত্রীসভা থেকে সেচ্ছায় পদত্যাগ করার পর এই প্রথম প্রধান মন্ত্রী শেখ হাসিনার সাথে দেখা করেন। এ সময় প্রধান মন্ত্রী আবেগে আপ্লুত হয়ে তাকে বুকে জড়িয়ে ধরে আদর করেন। সে দৃশ্য মিডিয়া ছড়িয়ে পড়লে সে দৃশ্য দেখে তাৎক্ষণিক প্রতিক্রিয়া লেখা।
সদ্য সম্পন্ন পৌরসভা নির্বাচনে মানিকগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে নির্বাচনের অনিয়মসহ কিছু সংবাদ প্রকাশিত হয় । দেখা গেছে শিশুরাও লাইন দিয়ে ভোট প্রদান করছে। সেই অনিয়মের প্রতিবাদে ছবি দেখে তাৎক্ষণিক প্রতিক্রয়ায় লেখা এ ছড়াটি। যা ফেসবুকে প্রকাশিত হলে স্থানীয় আওয়ামী লীগের এক নেতা লেখাটির বিরুদ্ধে হুমকি দেয়।
ঘরের ছেলে ঘরে ফিরেছে
ঘরের ছেলে ঘরে ফিরেছে, আজকে খুশির বাণ ডেকেছে
তোরা আয়রে ছুটে আয়,
ঈশান কোনে চাঁদ উঠেছে, চোখের কোনে জল জমেছে
তাকি ধরে রাখা যায় ?
পদ্মা-মেঘনার তীর খুঁজেছি, মরুভূমির চর চষেছি
কোথায় ছিলে বাপ ?
রাগ-অনুরাগ দুষ্টামিতে, কাঁচা বয়সের নষ্টামিতে যা করেছিলি ভুল
মাতৃস্নেহের মমতায় সব দিয়েছি মাফ।।
দেশ মাতৃকার নেত্রী নয়, বঙ্গভূমির কর্তী নয়
আমি যে তোর মা,
মায়ের মত ত্রীভুবনে
কারো হয়না তুলনা ।।
আর কত তুই রইবি দূরে
বেলা বয়ে যায়,
দ্বিধা-দ্বন্দ্ব ক্রোধ ভুলে
আয়, বুকে ছুটে আয় ।।
বাল্যভোট
আয় পোলারা আয় মাইয়ারা
ভোট কাষ্টিতে যাই,
ভোটের নাম্বার হাতে নিয়ে
ভোট সেন্টারে আই ।।
বাল্যভোটের কানুন এসেছে
কারো নেই যে মানা,
আর্মি , বিজি পুলিশ মামা
কেউ দিবে না হানা ।।
সকাল থেকে সন্ধ্যা ‘বধি
যত খুশি পার,
হেসে খেলে নেচে গেয়ে
শুধু সীল মারো ।।
ভোট উৎসবে দেশ মজেছে
মজা যে অশেষ,
গণতন্ত্রের দফা রফা
এই কী বাংলাদেশ !!
শনিবারের চিঠি / আটলান্টা/ ৩০ জানুয়ারি ২০১৬
বাংলাদেশ সময়: ১১:০১ পূর্বাহ্ণ | শনিবার, ৩০ জানুয়ারি ২০১৬
https://thesaturdaynews.com | Sikder Rahman
Development by: webnewsdesign.com