ভয়েস অব আমেরিকার বাংলা বিভাগের সাবেক প্রধান ইকবাল আহমেদের মৃত্যু হয়েছে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গত ২৭ জুন মেরিল্যান্ডে তাঁর মৃত্যু হয়েছে। তাঁর বয়স হয়েছিল ৮২ বছর।
ইকবাল আহমেদ ১৯৮৩ সাল থেকে ১৯৯৪ পর্যন্ত বাংলা বিভাগের প্রধান হিসেবে কর্মরত ছিলেন। তাঁর বড় ভাই ইশতিয়াক আহমেদ ১৯৫৮ সালে বাংলা বিভাগ যখন প্রতিষ্ঠা করেন তখন তাঁর বয়স ছিল ২০ বছর। তখন থেকেই তিনি বাংলা অনুষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন।
পুরান ঢাকার ইসলামপুরের এক অভিজাত পরিবারে তাঁর জন্ম হয়। কলেজিয়েট হাইস্কুল ও জগন্নাথ কলেজে পড়াশোনা করেছেন। বিএ পাস করার পর তিনি যুক্তরাষ্ট্রে চলে আসেন।
ভয়েস অব আমেরিকার বাংলা বিভাগের সাবেক প্রধসদ্য প্রয়াত ইকবাল আহমেদ [ ছবিঃ সংগৃহীত ]
বাংলাদেশ সময়: ৬:১৫ পূর্বাহ্ণ | রবিবার, ০৪ জুলাই ২০২১
https://thesaturdaynews.com | Sikder Rahman
Development by: webnewsdesign.com