একুশের প্রথম গান রচনা করেন ভাষাসৈনিক আ ন ম গাজীউল হক। গানটির প্রথম চরণ ‘ভুলব না, ভুলব না, একুশে ফেব্রুয়ারি ভুলব না’। এটি সে সময়ে ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। ‘দূর হটো দূর হটো আই দুনিয়াওয়ালো, হিন্দুস্তান হামারা হায়’—জনপ্রিয় এই হিন্দি গান থেকে নেওয়া হয় গানটির সুর। ১৯৫৩ সালের একুশে ফেব্রুয়ারি আরমানিটোলা ময়দানে আয়োজিত এক জনসভায় গানটি প্রথম গাওয়া হয়। এ সম্পর্কে গাজীউল হক তাঁর স্মৃতিচারণায় বলেছেন, ‘সভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অনুরোধে ভাষা আন্দোলনের ওপর লেখা গানটি আমাকে গেয়ে শোনাতে হয়। সময়ের প্রয়োজনেই গানটি লিখেছিলাম।’
একুশের প্রথম গান ও গানের রচয়িতা সম্পর্কে আবদুল গাফ্ফার চৌধুরী বলেন, ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো’ রচনার আগেই গাজী ভাই (গাজীউল হক) লিখেছিলেন ‘ভুলব না ভুলব না’। এটাই ছিল তখনকার দিনে রাজপথের গান। এ গানটি খুব পপুলার হয়েছিল। সবাই এ গান গাইত।
গ্রন্থনা :সেখ ফয়সাল আহমেদ
শনিবারের চিঠি/ আটলান্টা/ ফেব্রুয়ারি ২০, ২০১৬
বাংলাদেশ সময়: ১১:৪৩ পূর্বাহ্ণ | শনিবার, ২০ ফেব্রুয়ারি ২০১৬
https://thesaturdaynews.com | Sikder Rahman
Development by: webnewsdesign.com