ভালুকা,ময়মনসিংহঃ জেলার ভালুকায় একটি শিমুল গাছের চুড়ায় ডাল পালায় নৌকার আকৃতি দেখতে এলাকার কৌতুহলী নারী পুরুষ গত কয়েকদিন ধরে উপজেলার হবিরবাড়ী আওলাতলী গ্রামে ভিড় করেছে।
এ প্রতিনিধি গত ১৮ মে বুধবার দুপুরে ওই গ্রামে গিয়ে দেখতে পায় স্থানীয় বাসিন্দ রফিকুলের দোকানের পিছনে পাদ্রী মিশনের একটি বিল্ডিংয়ের ছাদের পূর্ব দিকে শিমুল গাছে মাথায় একটি নৌকাকৃতি ডালপালা বাতাসে দুলছে। পশ্চিম দিক থেকে তাকালে দেখাযায় উত্তর-দক্ষিনে পাতা সহ দুটি ডাল নৌকার গলই আকৃতি মাঝখানের ছোট ডালগুলি ছইয়ের মত ঠিক যেন খোলা আকাশে একটি নৌকা ভাসছে। একটু দুর থেকে দেখলে মনে হয় পটে আঁকা নৌকার মত।
স্থানীয়রা জানায় শিমুল চুড়ায় নৌকা সদৃশ ওই দৃশ্যটি জীবন নামে এক যুবক প্রথমে দেখতে পেয়ে আশ পাশের লোকজনকে দেখান। এর পর হতে মোবাইল, ক্যামেরায় ওই নৌকার ছবি তুলে ফেসবুক সহ বিভিন্ন মাধ্যমে প্রচার করতে ব্যাস্ত হয়ে যায় এলাকার ছেলে মেয়েরা। খবরটি ছড়িয়ে পরলে দুরদুরান্তের লোকজনও গাছের চুড়ায় নৌকা দেখতে ভীড় করছে।
শনিবারের চিঠি/আটলান্টা/ মে ২৪, ২০১৬
বাংলাদেশ সময়: ১১:৩৮ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২৪ মে ২০১৬
https://thesaturdaynews.com | Sikder Rahman
Development by: webnewsdesign.com