ভারতকে অপছন্দ করা দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান নাকি দ্বিতীয়! এমনটাই এক প্রতিবেদনে দাবি করেছে দেশটির সংবাদ মাধ্যম ইন্ডিয়া টাইমসের বাংলা ভার্সন এই সময়।
এই সময়ের প্রতিবেদনটিতে দশটি দেশের তালিকা দেয়া হয়েছে, এর মধ্যে পাঁচটি ভারতের বন্ধু দেশ আর পাঁচটির সাথে ভারতের বৈরি সম্পর্ক রয়েছে।
স্বাভাবিক ভাবেই বৈরি সম্পর্ক রয়েছে এমন তালিকার প্রথমেই রয়েছে পাকিস্তান। কিন্তু অবাক করা বিষয় হচ্ছে দ্বিতীয় স্থানেই তারা উল্লেখ করেছে বাংলাদেশের নাম। যদিও বাংলাদেশের ক্ষমতাসীন সরকারের পক্ষ থেকে দাবি করা হয়, ভারত বাংলাদেশের ‘পরিক্ষিত বন্ধু’।
ভারতের সঙ্গে বৈরিতার সম্পর্ক রয়েছে, এমন পাঁচ দেশ
১. পাকিস্তান: এই তালিকায় পাকিস্তানকে এক নম্বরে রাখার মধ্যে কোনও আশ্চর্য নেই। পাকিস্তান রাষ্ট্র সৃষ্টির দিক থেকেই ভারতের বিরোধিতা ও ক্ষতি করার চেষ্টাই এর একমাত্র লক্ষ্য।
২. বাংলাদেশ: ভারতের ক্ষুদ্র এই প্রতিবেশী রাষ্ট্রেরও ধারণা যে ভারত তাদের উন্নয়নে বাধা দিচ্ছে। যদিও ভারত বিভিন্ন সময় বারবার বাংলাদেশের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে, তবু ভারতের প্রতি তাদের তিক্ত মনোভাব বদলায়নি।
৩. শ্রীলঙ্কা: সিংহলিরা তামিলদের মোটেও পছন্দ করে না। সেই কারণেই তাদের রাগ গিয়ে পড়ে গোটা ভারতের ওপর। পাশাপাশি, শ্রীলঙ্কার ধারণা ভারত তাদের উন্নয়নে বাধা সৃষ্টি করছে। শ্রীলঙ্কায় বহু তামিলকে প্রাণ দিতে হয়েছে।
শনিবারের চিঠি/ আটলান্টা / ২০ নভেম্বর ,২০১৯
বাংলাদেশ সময়: ১১:২৯ পূর্বাহ্ণ | বুধবার, ২০ নভেম্বর ২০১৯
https://thesaturdaynews.com | Sikder Rahman
Development by: webnewsdesign.com