একেএম সবুজ, ঝালকাঠিঃ ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় ঘন কুয়াশার কারণে বিষখালী নদীতে যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় সিমেন্টভর্তি একটি কার্গো ডুবে দুই শ্রমিক নিখোঁজ রয়েছেন।
আজ মঙ্গলবার সকাল ৬টায় উপজেলার মশাবুনিয়া পুরোনো লঞ্চঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
কার্গোতে থাকা তিন শ্রমিকের মধ্যে একজন সাঁতরে তীরে উঠতে সক্ষম হন। পুলিশ ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। বরিশাল থেকে ডুবিরি দল গিয়ে উদ্ধারকাজ শুরু করেছে।
কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর শওকত আনোয়ার ইসলাম জানান, ঝালকাঠি থেকে এক হাজার ৫৬০ বস্তা সিমেন্ট নিয়ে একটি কার্গো বিষখালী নদী দিয়ে বরগুনার কাকচিড়া যাচ্ছিল। ঘন কুয়াশার কারণে কার্গোটি কাঁঠালিয়ার মশাবুনিয়া পুরোনো লঞ্চঘাটে নোঙর করে।
ঢাকা থেকে ছেড়ে আসা বরগুনাগামী যাত্রীবাহী লঞ্চ এমভি পূবালী-১ সকাল ৬টায় ঘন কুয়াশায় দেখতে না পেয়ে কার্গোটিকে ধাক্কা দেয়। এতে কার্গোটি ডুবে গিয়ে মো. হাসান ও পান্নু মিয়া নামের দুই শ্রমিক নিখোঁজ হন।
মো. মাওলাদ হোসেন নামের অপর কার্গোর এক শ্রমিক সাঁতরে তীরে উঠতে সক্ষম হয়। নিখোঁজ হাসান ভোলার লালমোহন উপজেলার আশুলি গ্রামের বাসিন্দা এবং পান্নু মিয়া রাজাপুরের বাদুরতলা গ্রামের বাসিন্দা।
শনিবাবের চিঠি / আটলান্টা/ ৩০ জানুয়ারি, ২০১৮
বাংলাদেশ সময়: ৮:১৯ অপরাহ্ণ | মঙ্গলবার, ৩০ জানুয়ারি ২০১৮
https://thesaturdaynews.com | Sikder Rahman
Development by: webnewsdesign.com