প্রয়াত স্বামী মহসিন আলীর আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সায়রা মহসিন। মৌলভীবাজর-৩ আসনের উপনির্বাচনে বেসরকারিভাবে তাকে নির্বাচিত ঘোষণা করা হয়েছে। কাল প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন বিকালে মৌলভীবাজারের আঞ্চলিক কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা এস এম এজহারুল হক এ ঘোষণা দেন। আগামী ৮ই ডিসেম্বর ওই আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
উল্লেখ্য, গত ১৪ই সেপ্টেম্বর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলী। তার মৃত্যুর পর নির্বাচন কমিশন আসনটি শূন্য ঘোষণা করে।
শনিবারের চিঠি/ আটলান্টা/ ২৩ নভেম্বর ২০১৫
বাংলাদেশ সময়: ৭:২৭ পূর্বাহ্ণ | সোমবার, ২৩ নভেম্বর ২০১৫
https://thesaturdaynews.com | Sikder Rahman
Development by: webnewsdesign.com