নোয়াখালীর কোম্পানীগঞ্জ থানার পুলিশের এসআই শিশির কুমার বিশ্বাসকে নোয়াখালী পুলিশ লাইন্সে ক্লোজড করা হয়েছে।
আরব আমিরাতের নাগরিক আলী আহামেদ কে হেনস্থার মাধ্যমে দুই দুবাই প্রবাসীকে ভয়-ভীতি দেখিয়ে ঘুষ গ্রহণ ও বিমানের টিকিট হাতিয়ে নেওয়ার অভিযোগে (এসআই) কে ক্লোজড করা হয়েছে।
রোববার (১ ডিসেম্বর) বিকেলের দিকে নোয়াখালীর পুলিশ আলমগীর হোসেন নোয়াখালী পুলিশ লাইনে তাকে ক্লোজড করার নির্দেশ দেন।
ভুক্তভোগীরা জানায়, এর আগে গত (২৮ নভেম্বর) রাতে এসআই শিশির প্রবাসীর বাসায় ঢুকে আরব আমিরাতের নাগরিক আলী আহামেদ কে অশালীন কথা বলেন। এক পর্যায়ে ২০ হাজার টাকা দাবি করেন। টাকা না দিলে তাদের গ্রেপ্তারের হুমকি দেন। পরে এসআই শিশিরকে ১২ হাজার টাকা দিলে তিনি চলে যান। এরপর বিষয়টি জেলা পুলিশ সুপারের কাছে জানালে তিনি জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কাজী মো. আবদুর রহিমকে বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দেওয়ার নিদের্শ দেন।
তদন্তে অভিযোগের সত্যতা পেয়ে নোয়াখালীর পুলিশ সুপার অভিযুক্ত (এসআইয়ের) বিরুদ্ধে তড়িৎ পদক্ষেপ গ্রহণ করেন।
কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.আরিফুর রহমান মুঠোফোনে (এসআই) শিশির কুমার বিশ্বাস ক্লোজড ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
শনিবারের চিঠি / আটলান্টা/ ০২ ডিসেম্বরর, ২০১৯
বাংলাদেশ সময়: ৮:১১ অপরাহ্ণ | সোমবার, ০২ ডিসেম্বর ২০১৯
https://thesaturdaynews.com | Sikder Rahman
Development by: webnewsdesign.com