শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘আমরা চলতি বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে নেওয়ার চেষ্টা করছি। পরিস্থিতির কারণে এটাও সম্ভব না হলে, বিকল্প চিন্তা-ভাবনা করা হচ্ছে। আমরা বিকল্প পদ্ধতিতে পরীক্ষা নেওয়ার ব্যাপারেও ভাবছি।’
রাজধানীর জাতীয় প্রেসক্লাবে গতকাল এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সামনে এমন কথা বলেন শিক্ষামন্ত্রী।
ডা. দীপু মনি বলেন, ‘আমরা শিক্ষাপ্রতিষ্ঠান খোলার ব্যাপারে চূড়ান্ত প্রস্তুতি নিয়েছিলাম। সংশ্লিষ্ট সবাইকে এ বিষয়ে প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু, করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় আমরা সে সিদ্ধান্ত থেকে পিছিয়ে আসতে বাধ্য হই। এখনও শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রস্তুতি রয়েছে, তবে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে স্কুল-কলেজ খুলে পাঠদান কার্যক্রম শুরু করা হবে।’
মন্ত্রী বলেন, ‘পরীক্ষা নিয়ে উদবিগ্ন হওয়ার কিছু নেই, তোমরা বাসায় বসে নিয়মিত পড়ালেখা করে সিলেবাস শেষ করবে। সেইসঙ্গে সুস্থ থাকতে হবে।
‘জীবন থেকে এক বছর চলে গেলেও কিছু হবে না, তার চেয়ে সুস্থ থাকাটা বড় বিষয়’ বলে মন্তব্য করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
বাংলাদেশ সময়: ৬:১৫ পূর্বাহ্ণ | সোমবার, ১৪ জুন ২০২১
https://thesaturdaynews.com | Sikder Rahman
Development by: webnewsdesign.com