ঢাকাঃ বাংলাদেশের জাতীয় সংসদে আজ ২০১৬-২০১৭ অর্থবছরের বাজেট পেশ করার কথা রয়েছে।
আজ বিকালে জাতীয় সংসদে দেশটির অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত এই বাজেট পেশ করবেন।
এ বছরের বাজেট ৩ লাখ কোটি টাকার বেশি হবে বলে আভাস দিয়েছেন অর্থমন্ত্রী।
বাংলাদেশের গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের নির্বাহী পরিচালক ড. মোস্তাফিজুর রহমান বিবিসিকে বলছেন, অবকাঠামো এবং উন্নয়নই বাজেটে প্রাধান্য পেতে পারে।
তিনি বলেন ৩ কোটি ৪০ হাজার কোটি টাকার বাজেট আসছে কিন্তু উন্নয়ন চাহিদার প্রেক্ষাপটে এটা যে খুব বড় তা কিন্তু নয়।
“রাজস্ব আয়ের ক্ষেত্রে ভ্যাটের প্রচলন শুরু হওয়ার কথা। সেখানে কিছুটা অনিশ্চয়তা রয়েছে। আশা করি সেটা পরিষ্কার করবে”।
কোন খাতগুলো বেশি গুরুত্ব পাবে এমন প্রশ্নের জবাবে মিস্টার রহমান বলেন অবকাঠামো, বিদ্যুৎ, জ্বালানি এগুলোতে গুরুত্ব থাকবে। পাশাপাশি শিক্ষা স্বাস্থ্য ও সামাজিক সুরক্ষা খাতে জোর দেয়া হবে।
কৃষি খাতেও মনে হচ্ছে বৈচিত্র্যকরন আনার চেষ্টা থাকবে।
তিনি বলেন বাজেট বাস্তবায়নের লক্ষ্যমাত্রা পূর্ণ দুরুহ হবে যদিও মন্ত্রণালয়গুলোর সক্ষমতা না বাড়ে।
শনিবারের চিঠি/ আটলান্টা / জুন ০২,২০১৬
বাংলাদেশ সময়: ১১:০৫ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০২ জুন ২০১৬
https://thesaturdaynews.com | Sikder Rahman
Development by: webnewsdesign.com