ঢাকাঃ বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হওয়ার পর থেকেই বিভিন্ন উৎসবে শুভেচ্ছা জানিয়ে আসছেন মার্শা বার্নিকাট। এবারও তার ব্যতিক্রম হয়নি। ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশের মানুষকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি।
বুধবার ঈদুল আজহা উপলক্ষে মার্কিন দূতাবাসের ফেসবুক পেজে বাংলায় দেয়া এক ভিডিও বার্তায় ঈদুল আজহার শুভেচ্ছা জানান রাষ্ট্রদূত।
ভিডিওতে দেখা যায়, শাড়ি পরে সম্পূর্ণ বাঙালিয়ানা ভঙ্গিতে ভাঙা ভাঙা বাংলায় বার্নিকাট ঈদশুভেচ্ছা জানান। তিনি বলেন, ‘ঘুরে ফিরে বারে বারে, ঈদ আসে ঈদ চলে যায়। ঈদ হাসতে শেখায়, ভালোবাসতে শেখায়। সবাইকে ঈদ মোবারক।’
রাষ্ট্রদূত আরও বলেন, ‘বিদায়ের আগে শেষবারের মতো সবাইকে ঈদের শুভেচ্ছা জানাতে পেরে আমি নিজেকে ভাগ্যবান মনে করছি। সবাই ভালো থাকবেন। ঈদ মোবারক।’
উল্লেখ্য, ২০১৫ সালে বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হন বার্নিকাট। এ বছরই তার মেয়াদ শেষ হচ্ছে। বার্নিকাটের স্থলাভিষিক্ত হচ্ছেন রবার্ট মিলার। তার সেই ঈদ শুভেচ্ছার ভিডিও ক্লিপ দেখতে নিন্মের লিঙ্কে ক্লিক করুনঃ
শনিবারের চিঠি/ আটলান্টা / আগষ্ট ২৩,২০১৮
বাংলাদেশ সময়: ৬:৫৭ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৩ আগস্ট ২০১৮
https://thesaturdaynews.com | Sikder Rahman
Development by: webnewsdesign.com