বাগেরহাটের ফকিরহাটে যাত্রীবাহী বাসচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। পুলিশ বাস ও তার চালককে গ্রেপ্তার করেছে।
শনিবার (০১ আগস্ট) দুপুর পৌনে ১টায় খুলনা-মোংলা মহাসড়কের ফকিরহাট উপজেলার খাজুরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর উত্তেজিত স্থানীয় জনতা উক্ত মহাসড়ক প্রায় ঘন্টা খানেক যান চলাচল বন্ধ করে রাখে। দুর্ঘটনার পর পরে বাগেরহাট পুলিশ ঘটনাস্থলে গেলে যান চলাচল স্বাভাবিক হয়। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
তারা হলেন- বাগেরহাটের কচুয়া উপজেলার ধোপাখালী গ্রামের আবুল হাসানের ছেলে রুহুল আমিন (২৮) ও চিতলমারী উপজেলার চৌদ্দহাজারী গ্রামের মুজিবর তালুকদার (২৯)।
দুর্ঘটনার পর স্থানীয় জনতা মহাসড়ক বন্ধ করে দেয়
বাগেরহাট পুলিশ প্রশাসন থেকে বলা হয়, খুলনা থেকে বাগেরহাটের উদ্দেশে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক আসা অপর একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের দুই আরোহী রাস্তার ওপর ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। বাসটি ও তার চালককে গ্রেপ্তার করা হয়েছে। দুর্ঘটনার পর খুলনা-মোংলা মহাসড়কে কিছু সময়ে জন্য যানজটের সৃষ্টি হয়। পরে অতিরিক্ত পুলিশ দিয়ে যানজট দূর করা হয়েছে। এখন যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ মোটরসাইকেল আরোহীরা বাগেরহাট থেকে খুলনায় যাচ্ছিলেন। পুলিশ মরদেহ উদ্ধার করেছে।
শনিবারের চিঠি / আটলান্টা/ আগষ্ট ০২, ২০২০
বাংলাদেশ সময়: ১২:৫৮ পূর্বাহ্ণ | রবিবার, ০২ আগস্ট ২০২০
https://thesaturdaynews.com | Sikder Rahman
Development by: webnewsdesign.com