বাগেরহাটঃ ইংরেজী নববর্ষের দিনে বাগেরহাটে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে নতুন পাঠ্যপুস্তক বিতরণ করলেন বাগেরহাট -২ (কচুয়া-বাগেরহাট) আসনের সাংসদ এ্যাডভোকেট মীর শওকাত আলী বাদশা। শুক্রবার সরকারি ছুটির দিন হলেও নববর্ষের দিনে শিক্ষার্থীরা নতুন বই হাতে পেয়ে উৎসবে মেতে ওঠে।
ঐদিন বেলা এগারোটার দিকে শহরের হাজী আরিফ প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে পৌরসভার ১৪টি বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্যপুস্তক দেওয়া হয়। এ সময়ে আরো উপস্থিত ছিলেন, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অশোক কুমার সমাদ্দার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. আজমুল হক, সদর উপজেলা শিক্ষা অফিসার আব্দুল মান্নান, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি মো. শাহ আলম টুকু প্রমুখ। ঐ একই দিনে বেলা সাড়ে দশটার দিকে আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে নতুন পাঠ্যপুস্তক তুলে দেন জেলা প্রশাসক মো. জাহাঙ্গির আলম।
শনিবারের চিঠি/ আটলান্টা/ ০২ জানুয়ারি ২০১৬
বাংলাদেশ সময়: ১১:৩৬ পূর্বাহ্ণ | শনিবার, ০২ জানুয়ারি ২০১৬
https://thesaturdaynews.com | Sikder Rahman
Development by: webnewsdesign.com